একখান অসমাপ্ত গাণিতিক ছড়া

ফেব্রুয়ারী ১০, ২০১৬ , , 0 Comments


গণিতের টার্মগুলো নিয়ে একটা ছড়া লেখার চিন্তা করার পর এটা দাড়িয়েছে। আমার মনে হয় আরও বড় করা দরকার।


সংখ্যা নিয়ে বাড়াবাড়ি, অঙ্ক নিয়ে কাড়াকাড়ি!
মৌলিকেরা সবাই মিলে একজোট হয়ে বলে,
"মোদের ছাড়া সংখ্যাতত্ত্ব- কেমন করে চলে?"

কোথায় তোমার একটি কোণের তিনটি করে ভাগ?
ঘণকটিকে করতে দ্বিগুণ করছ কেন রাগ?

অয়লারেরা হেটে হেটে সারা শহর ঘুরে,
একটি পথে একটি দেখা, দুবার না পা পড়ে।

ত্রিভুজ নিয়ে কাটাকুটি, বৃত্ত নিয়ে ঘাটাঘুটি!
তিন এক চার এক বাড়ছে শুধু, পাই মেপে আর কাজ কী?
শূন্য দিয়ে ভাগ করে দাও, সংজ্ঞা দিতে লাজ কী?

চারটি রঙে রাঙিয়ে দাও ম্যাপের সকল দেশ,
টরিসেল্লির শিঙায় মেখে রঙ যে হলো শেষ।

উঠার আগে ট্যাক্সিক্যাবে একটু কর মনে,
কোথায় গেলেন রামানুজন, কোন গণিতের বনে?

শেষ থিওরেম সত্য বলে ফার্মা দিলেন ফাঁকি,
অনেক কিছুর প্রমাণ তবু, আজও করা বাকি।
........




মৃন্ময়

নিজের বিষয়ে কথা বলতে আমার অস্বস্তি লাগে। তাই আমি নিজের বিষয়ে কিছু বলব না।