একখান অসমাপ্ত অ্যালগরিদমিক ছড়া


সামনের হপ্তায় অ্যালগ-রিদমের, জটিলতা কমে গিয়ে
হবে বিগ ও এন-
লুপেতে ঘুরবে লুপ, রিকারসন বেখেয়াল,
পরশু আর হবে না এক্সপোনেনশিয়াল।

দাও হে বাবলে ডুব, ছুড়ে ফেল মার্জ সর্ট
বঙ্গভঙ্গ নয়, লগ এন সঙ্গ নয়-
বলো সবার এক সুর, হবে সবার এক তার
স্টেপ গুণে দেখেছি, সক্কলে লিনিয়ার!

ম্যাক-পিসি ছাড়খার, ঘরে ঘরে তুল গড়ে
চার বিট প্রসেসর-
সময়ের অসময়, অকপট সুখময়
রাস্তার ফেরিঅলা চাইবেনা পরিচয়।

মৃন্ময়

নিজের বিষয়ে কথা বলতে আমার অস্বস্তি লাগে। তাই আমি নিজের বিষয়ে কিছু বলব না।