হে পৃথিবী
কি দিয়ে শুরু করা যায়? আচ্ছা একটা কবিতা হয়ে যাক আজকে। সুকান্তের কবিতা "হে পৃথিবী"।
"হে পৃথিবী, আজিকে বিদায়
এ দুর্ভাগা চায়,
যদি কভু শুধু ভুল ক'রে
মনে রাখো মোরে,
বিলুপ্ত সার্থক মনে হবে
দুর্ভাগার!"
কেন এত কবিতা থাকতে এই কবিতা? হয়তো প্রোগ্রামিং এর সাথে সম্পর্ক আছে বলে। প্রোগ্রামিং ভাষাগুলোর প্রথম উদাহরন টা দেওয়া হয় Hello World প্রোগ্রামটি দিয়ে। প্রোগ্রামটি স্ক্রিনে আউটপুট দেখায় Hello World!
পার্লে এভাবে লেখা যেতে পারে-
print"Hello World!"
বাংলায় কি হয়? হে পৃথিবী?
"হে পৃথিবী, আজিকে বিদায়
এ দুর্ভাগা চায়,
যদি কভু শুধু ভুল ক'রে
মনে রাখো মোরে,
বিলুপ্ত সার্থক মনে হবে
দুর্ভাগার!"
কেন এত কবিতা থাকতে এই কবিতা? হয়তো প্রোগ্রামিং এর সাথে সম্পর্ক আছে বলে। প্রোগ্রামিং ভাষাগুলোর প্রথম উদাহরন টা দেওয়া হয় Hello World প্রোগ্রামটি দিয়ে। প্রোগ্রামটি স্ক্রিনে আউটপুট দেখায় Hello World!
পার্লে এভাবে লেখা যেতে পারে-
print"Hello World!"
বাংলায় কি হয়? হে পৃথিবী?