লিনাক্সের বিশ বছর


লিনাক্স টরভাল্ডসের পর থেকে পুরো পৃথিবীর চারপাশে ব্যবহৃত হচ্ছে ওপেন সোর্স অপারেটিং সিস্টেম লিনাক্স। ডেস্কটপ থেকে স্মার্টফোন; সার্ভার থেকে সুপার কম্পিউটার কোথায় নেই লিনাক্স?

এই বছর লিনাক্স ফাউন্ডেশন পালন করছে লিনাক্সের ২০ বছর। ভয়ানক পেঙ্গুইনের ইতিহাস খুব সুন্দর ভাবে বর্ণনা করা হয়েছে এই ছোট্ট ভিডিওটিতে।


 মুহম্মদ জাফর ইকবাল স্যার তাঁর লাবু এলো শহরে বইতে লিনাক্সকে খুব সুন্দর একটা নাম দিয়েছিলেন, সেটা হচ্ছে বাঘের বাচ্চা অপারেটিং সিস্টেম। বেঁচে থাকুক বাঘের বাচ্চা অপারেটিং সিস্টেম, বড় হোক আরও।

মৃন্ময়

নিজের বিষয়ে কথা বলতে আমার অস্বস্তি লাগে। তাই আমি নিজের বিষয়ে কিছু বলব না।