আমৃত্যু

আগস্ট ০৬, ২০১৮ , 0 Comments


১.
"একজন মারা গেছে"
"তাই নাকি? কে?"
"জেনে কী করবেন?"
"সেটাও ঠিক। মরুকগে।"
২.
"আপা, এই নিন কফি।"
"ধন্যবাদ। কী করছিলে? ব্যস্ত মনে হল।"
"রিপোর্ট লেখছিলাম। তিনজন মারা গেছে।"
"কোথায় মরল?"
"মনে করতে পারছি না। আপাতত জালালাবাদ লিখে চালিয়ে দেই। সমস্যা নেই তো?
"না সমস্যা কীসের? লিখ। কাজ শেষ হলে দেখা করে তারপর বাড়ি ফেরো।"
"আচ্ছা।"
৩.
"পাশের রুমের স্যার আহত হয়েছেন।"
"কী সর্বনাশ! কেমন করে?"
"রোড অ্যাক্সিডেন্ট। বেচারার বউ ডিভোর্স দিয়ে চলে গেছে কিছুদিন আগে, ড্রিংকস করে মনকে শান্ত করেন আজকাল। সেদিন ক্লাব থেকে বাড়ি যাচ্ছিলেন বেশ রাতে, রাস্তাটাতেও একটু গণ্ডগোল ছিল। যা হওয়ার ছিল, বাইকের সাথে ধাক্কা।"
"বাইকের কী হল?"
"দুইজন প্যাসেঞ্জার ছিল, মারা গেছে।"
"আচ্ছা সে প্রসঙ্গ থাক। একটা প্রতিবাদপত্র বের কর তার বউয়ের নামে, পত্রিকা অফিসগুলোতে ফোন দাও।"
"দিচ্ছি।"
৪.
"আজ দেরী করে ফেললে।"
"হ্যা, আমাদের ওদিকে একটা ফ্যাক্টরিতে আগুন লেগেছিল ভোররাতে। ফায়ার সার্ভিসের গাড়ির হর্নে ঠিকমত ঘুমাতে পারিনি। স্যরি।"
"আচ্ছা আচ্ছা। আগুনে তোমার কিছু হয়নি তো?"
"না আপা। তবে শ্রমিক মারা গেছে অনেকজন, ছেচল্লিশ-সাতচল্লিশ এর মত।"
"ও। যাক, তোমার কিছু হয়নি, খুশি হলাম।"
৫.
"নতুন যে ছেলেটা জয়েন করেছে না সেদিন, মনে আছে?"
"হ্যা আপা, অবশ্যই।"
"ছেলেটা বেয়াদব। সেদিন আমাকে গাল দিচ্ছিল, ভেবেছিল শুনতে পাইনি কিন্তু শুনেছি।"
"আস্পর্ধা! কী স্টেপ নিবো বলুন।"
"এক কাজ কর, মেরে ফেলো।"
"দেখছি।"
৬.
"কী ব্যাপার? মুখ ভার কেন? বউয়ের সাথে ঝগড়া করেছ?"
"না না তেমন কিছু না। সামান্য ঘটনা।"
"বল শুনি।"
"আজকে ন'শ আটানব্বই জন মরেছে। আর দু'জন হলেই এক হাজার। রাউন্ড নাম্বার, ভালো হতো না?"
"হতো। এক কাজ কর, দু'জনের ব্যবস্থা করে ফেল। ছোটখাট আনন্দগুলোকে ছেড়ে দিলে তো চলবে না।"
"ধন্যবাদ। আপনার কোন নির্দেশনা আছে? মানে কোন দু'জন হলে ভালো হয়?"
"নাহ, আজকাল এসব চিন্তা মাথায় থাকে। র‍্যান্ডমলি দু'জনকে বেছে নাও, এত কষ্ট করতে হবে না।"
"ঠিক আছে।"
৭.
"আজ ক'জন মরেছে?"
"একত্রিশ শ পঞ্চাশ।"
৮.
"আজ ক'জন মরেছে?"
"আজকে শুক্রবার তো, মানুষ বেশি বের হয় নি। তিনশ সাতান্নজনের হিসেব পেয়েছি। বারোটার আগ পর্যন্ত দেখা যাক।"
৯.
"সাত হাজার দুইজন।"
"এতজন? কেমন করে?"

"তাও ঠিক। আচ্ছা, আমার মেয়ে জামাইকে নিয়ে আসবে, আজ তাড়াতাড়ি বাসায় গিয়ে নিজের হাতে রান্না করে খাওয়াব ভাবছি।"
"যান, এদিকটা আমি সামলে নিচ্ছি।"
"একেকজন একেকভাবে। জেনে আর কী হবে বলুন।"
১০.
"কী ব্যাপার? আজ ক'জন মরেছে?"
"আজ কেউ মরেনি।"
"সে কী! কেমন করে?"
"আপনি আর আমি ছাড়া দেশে আর কেউ নেই। বাকি সবাই মারা গেছে।"
"বলছ কী? সব লোক কেমন করে মারা যায়? তুমি কি পাগল হয়ে গেছ?"
"পাগল হব কেন? সব লোক মারা গেছে।"
"সর্বনাশ! সর্বনাশ! এখন কী হবে? কী হবে?"
"এত চিন্তা করবেন না। আমি ব্যবস্থা করে রেখেছি।"
"কীসের ব্যবস্থা? মাই গড! সব লোক মারা গেছে!"
"আহা আপা, বললাম না চিন্তা করবেন না। আমি পেনড্রাইভে করে কয়েকটা মুভি নিয়ে এসেছি, ফলের জুসও আছে। আপনার বড় টিভিটাতে ইউএসবি পোর্ট আছে?"
"আছে মনে হয়।"
"তাহলে চলুন, মুভিটা দেখা যাক, এখন আর কোন কাজের চাপ নেই আমাদের।"

মৃন্ময়

নিজের বিষয়ে কথা বলতে আমার অস্বস্তি লাগে। তাই আমি নিজের বিষয়ে কিছু বলব না।

0 comments: